রাজধানীর সুত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাতে ওই এলাকার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন: ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) এবং একমাত্র মেয়ে আয়শা (দেড় বছর)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধদের একজন, রিপনের মামা জাকির হোসেন জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ধরে যায়। বাড়ির আসবাবপত্রও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আশপাশের ভাড়াটিয়ারা দ্রুত এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে ছিল, যা কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ, চাঁদনীর ৪৫ শতাংশ, তামীমের ৪২ শতাংশ, রোকনের ৬০ শতাংশ এবং আয়শার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দগ্ধদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছেন স্বজন ও এলাকাবাসী।