ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়ায় মসজিদের দ্বিতীয় তলা থেকে ময়না আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে নিখোঁজ হওয়ার একদিন পর আজ (রোববার) সকালে স্থানীয় হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় তার মরদেহ দেখতে পান স্থানীয় শিশুরা।
নিহত ময়না বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগেও পড়াশোনা করত।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খেলতে গিয়ে ময়না নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও মাইকিং করেও তার সন্ধান পাননি। অবশেষে রোববার সকালে শিশুরা মসজিদের দ্বিতীয় তলায় গেলে রক্তাক্ত অবস্থায় গলায় কাপড় পেঁচানো ময়নার লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদের ইমাম ময়নার পরিবারকে জানায়। পরে গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, “মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যু ঘিরে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।