দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে সাগর (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৬ জুন) দুপুরে পার্বতীপুর জংশন রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাগরের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনিরামপুর গ্রামে। তিনি হাসানুর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর লোকাল ট্রেনযোগে সাগরসহ কয়েকজন বন্ধু চিরিরবন্দর যাচ্ছিলেন।
ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করার সময় ছাদে ভ্রমণরত অবস্থায় সাগরের মাথা একটি পরিত্যক্ত লোহার খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান।
পরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ট্রেনের নিচে চাপা পড়ে তার ডান হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।
ঘটনার পর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।