নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় রোববার (৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে।
এসব মৃত্যুর মধ্যে রয়েছে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু, বিষপানে এক গৃহবধূর মৃত্যু ও ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।
পুলিশ জানায়, দুর্গাপুর সদর ইউনিয়নের মিনকী ফান্দা গ্রামে ডোবার পানিতে ডুবে মারা গেছেন রেজাউল ইসলাম (২২) নামে এক যুবক। স্বজনরা জানান, শনিবার (৭ জুন) রাতে খাওয়াদাওয়ার পর ঘর থেকে বের হয়ে আর ফেরেননি রেজাউল। পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পাশে তার মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা ডোবার পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করেন। নিহত রেজাউল মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানান তার পরিবার।
অন্যদিকে, চণ্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামে বিষপানে আত্মহত্যা করেন মাইফুল আক্তার (৪০) নামের এক গৃহবধূ। পরিবারের লোকজন দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ ঘর থেকে আবু তাহের (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে এগুলো অপমৃত্যু হিসেবে মনে করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজাউল ইসলাম ও আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গৃহবধূ মাইফুল আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।