দক্ষিণ এশিয়ার চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান টানা চারদিনের তীব্র সীমান্ত সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই শান্তিচুক্তির বিষয়টি শনিবার (১০ মে) সন্ধ্যায় নিশ্চিত করে উভয় দেশের পররাষ্ট্র দপ্তর।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে যে তারা তাৎক্ষণিকভাবে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে।”
ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তান পৃথক বিবৃতিতে জানায়, শনিবার বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দুপুর ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। ওই আলাপেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয় উভয় দেশের বাহিনীকে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকেছে। তবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে কোনো আপস করা হবে না।”
পরে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করা সম্ভব।” তিনি আরও জানান, পাকিস্তানের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ মে, সোমবার, দুই দেশের ডিজিএমওদের মধ্যে আবারও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দুই পক্ষ।