ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শাকিব মিয়া (১৮) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
রোববার (৪ মে) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাকিব মিয়া মাদলা গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার (৫ মে) সকালে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়।
নিহতের পরিবারের দাবি, রোববার রাতে গ্রামের কয়েকজন ব্যক্তি কাজের কথা বলে শাকিবকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়, এতে শাকিব গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাকিবের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক চোরাই মোটরসাইকেল আনতে সীমান্তে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে তিনি আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।