সিলেটে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর লামাবাজারের ছায়ানীড় এলাকার ৩১ নম্বর বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষিকার নাম মিলি দে (২৫)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। নগরীর কাজিটুলাস্থ বেসরকারি স্কুল ‘কিডস ক্যাম্পাস’-এ আইসিটি বিষয়ে শিক্ষকতা করতেন তিনি। নিহত শিক্ষিকার সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন তাঁর মা সঞ্চিতা দে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় যান। রাত ১০টার দিকে ফিরে এসে ভেতর থেকে দরজা বন্ধ পান। দীর্ঘ সময় ডাকাডাকির পর সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মিলি দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সিলেট মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।