চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭)–কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মোবারক আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, তিনি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া থানার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা এবং মো. ইউসুফের ছেলে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবারক আলীকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।