নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে এক পাষণ্ড ছেলে তার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. মাহবুব (৪২), পেশায় একজন কৃষক। ঘটনার পরপরই ঘাতক ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা হাতুড়ি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করতো।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের জন্য টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত ঘাতক ছেলেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।