বরিশালের প্রথিতযশা সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে নিজ বাড়ির কাছে তার ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে তার সহকর্মীরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।
আহত সাংবাদিকের ভাগনে শাকিল জানান, সম্প্রতি নলছিটি এলাকায় একটি কালভার্ট নির্মাণ নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করেছিলেন মাইনউদ্দিন। এতে একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ও ঝালকাঠির সাংবাদিক সমাজ। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, খান মাইনউদ্দিন বরিশালের একটি স্থানীয় দৈনিকের পাশাপাশি ‘দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।