রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৮ মে) দুপুরে র্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, শনিবার (১৮ মে) বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। তিনি গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মুহুরীর ছেলে এবং নিহত কাউসার আহমেদ রকির (২৫) আপন চাচা।
গত ১ এপ্রিল দুপুরে গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে নিজের অসুস্থ দাদিকে দেখতে যান অটোরিকশাচালক কাউসার আহমেদ রকি। এ সময় পূর্ব বিরোধের জেরে চাচা রবিউলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া দিয়ে রকিকে কুপিয়ে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই রবিউল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অবশেষে র্যাব-৫ এর একটি দল রাজধানীতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর রবিউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।