পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। চীন নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান গত বুধবার কমপক্ষে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
তাদের একজন জানিয়েছেন, পাকিস্তানের ছোড়া এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র অন্তত একটি ফরাসি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে।
ওয়াশিংটন থেকে পাওয়া এ তথ্যকে বেইজিংয়ের জন্য একটি বড় কৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের জে-১০ যুদ্ধবিমানের কার্যকারিতা প্রমাণের একটি বাস্তব উদাহরণ, যা তাইওয়ান কিংবা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভবিষ্যৎ সংঘাতে বেইজিংয়ের সম্ভাব্য ভূমিকা নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।
মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পাকিস্তান এই হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ব্যবহার করেনি। তারা শুধুমাত্র চীনের তৈরি জে-১০ ব্যবহার করেছে। যদিও দিল্লি কোনো যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেনি এবং দাবি করেছে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দেশটিরই সরকারি সূত্রে জানা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও দাবি করেন, পাকিস্তান মোট পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমান।
রাফাল ও জে-১০—উভয়ই আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান। পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের অস্ত্র ভবিষ্যতে বড় পরাশক্তির মধ্যে সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও তারা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছাতে সতর্ক করেছেন, কারণ ঘটনাটির পূর্ণ বিশ্লেষণ এখনও বাকি।
এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ বিশ্বের বড় শক্তিগুলো ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।