চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামে যুবদলের এক কর্মীকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)। তিনি স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটিয়ে গত বছরের অক্টোবরে দেশে ফেরেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীতে স্ত্রী ও দুই সন্তানসহ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল সন্ত্রাসী মানিকের বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে। মাথা, উরু ও পায়ে গুলি করা হয় তাকে। গুলি করার পর হামলাকারীরা একটি অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
রাউজান থানার এসআই মোহাম্মদ আলী সৈকত জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যার পেছনে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।