সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক কুখ্যাত মাদক সম্রাটকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (২৫)। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল রাসেল মিয়ার বসতঘরে হানা দেয়। তল্লাশিতে ৯০ বোতল বিদেশি ‘AC BLACK’ মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাসেলকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ। তার সঙ্গে ছিলেন এএসআই সুখময় দত্তসহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।