সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রান্ত তালুকদার ওই গ্রামের মৃত সেবক দাসের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় গ্রামের টেলিফোন বাজারে একই গ্রামের পাপলু তালুকদারের ছেলে প্লাবন তালুকদার (১৫) ও চান মিয়ার ছেলে শাকিল মিয়া একসঙ্গে ঝালমুড়ি খাচ্ছিলেন। ঝালমুড়িতে ঝাল বেশি হওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন প্রান্তের বড় ভাই পলাশ দাস।
তবে এ সময় ক্ষুব্ধ হয়ে শাকিল মিয়া বাড়িতে গিয়ে সুলফি (এক ধরনের দেশীয় অস্ত্র) নিয়ে আসে। পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্তের ওপর হামলা চালায় শাকিল। প্রান্তের বুকের বাম পাশে সুলফির আঘাত লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে আসলেও এর আগেই শাকিল পালিয়ে যায়। গুরুতর আহত প্রান্তকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরই দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেপ্তার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রান্ত খুনের শিকার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।”
এ ঘটনায় বাউসী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।