সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, গত তিনটি জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ওসমানীনগর-বিশ্বনাথের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেননি।
তিনি বিশেষ করে সাদিপুর ও পশ্চিম পৈলনপুর ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশ প্লাবিত হয়ে যায়, কিন্তু এখনও ডাইক নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড়হাজীপুর বাজারে গনজমায়েতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুনতাসির আলী আরও বলেন, নদীর বালু উত্তোলন করে ব্যবসা শুরু করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের কল্যাণের জন্য কোনো পরিকল্পনা নেই। “গত পাঁচ বছরে একজন এমপি ছিলেন, কিন্তু উন্নয়নের কোনো নিদর্শন চোখে পড়েনি। এই দায়টা আমাদের—সাধারণ ভোটারদেরও,” তিনি যোগ করেন।
তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তীব্র সমালোচনা করেন। মুনতাসির আলী বলেন, “নেতৃত্ব এখন ক্ষমতার দাপট, টাকার বস্তা, সন্ত্রাসের মাধ্যমে রাজত্ব চায়। রাজনীতিবিদরা চায় দখল, চাঁদাবাজী। আবার যদি এরা নির্বাচিত হয়, প্রতিটি ব্যবসায়ী, গাড়ি চালক ও সাধারণ মানুষ চাঁদা দিতে বাধ্য হবে। এ ধরনের রাজনীতির পুনরাবৃত্তি হলে জনগণের কোনো কল্যাণ হবে না।”
প্রার্থী হিসেবে তিনি বলেন, খেলাফত মজলিস জনগণের ভালোবাসা ও দোয়া চায়। “দেয়াল ঘরির মার্কার প্রতি যদি আপনাদের সমর্থন থাকে, আমরা সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধি হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চাই,” তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন, সাধারণ সম্পাদক আতিউর রহমান, জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, নেতা কে এম রায়হান আহমদ, যুব মজলিসের নেতারা মাওলানা মইনুল ইসলাম মাশকুর ও এইছ এম আযহার, মাওলানা জুবায়ের আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ, শিক্ষাবিদ ও যুব সমাজের প্রতিনিধিরা।