সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার আশ্বাস দিয়ে বলেন, “শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব। যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”
তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম দূর করে একটি ন্যায্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই সভার আয়োজন করা হয়েছে। কমিশনার আরও বলেন, “আমরা প্রতিটি রুটের জন্য একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই। এতে জনগণ জানতে পারবে কোন রুটে কত ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ও বন্ধ হবে।”
সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা শেষে মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জনাব মোঃ পারভেজ, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-২০৯৭) এর সভাপতি জনাব আব্দুল ভাসানী, কার্যকরী সভাপতি জনাব দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-চট্ট/৭০৭) এর সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া, সভাপতি (মাজার গেইট) জনাব রাহিমুল, যুগ্ম সম্পাদক (মাজার গেইট) সিলেট, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সির সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন, হুমায়ুন রশীদ চত্বর উপ-পরিষদের সম্পাদক জনাব মোঃ মিলন আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।