সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরা রহমান মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে। সে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামগামী একটি অটোটেম্পুর সামনে হঠাৎ দৌড়ে গিয়ে পড়ে যায় ইকরা। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারখাই এলাকায় তার মৃত্যু হয়।
ইকরার চাচা ও সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন। বর্তমানে আমরা দাফনের প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে জকিগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।