সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ বিশেষ অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে কদমতলীতে অবস্থিত হোটেল আল ইসলাম-এ এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন—
১। মোঃ রিপন মিয়া (৩৪)
২। মফিজ আলী (৩৪)
৩। তুরন মিয়া (৩৭)
৪। সোনারা বেগম (৩৫)
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর নং-১৭৫, তারিখঃ ১১/০৯/২০২৫ মামলা দায়ের করা হয়। মামলাটি সিলেট মহানগরী আইন ২০০৯ এর ধারা-৭৭ অনুযায়ী রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।