গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (২৯ জুন) দুপুরে নিহতের মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
নিহত হাবিল মিয়া উপজেলার পলুপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুন) বিকেলে হাবিল মিয়া একই গ্রামের ৬ বছর বয়সী একটি শিশুকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনার পরপরই শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেন এবং শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরদিন শনিবার রাতে অভিযুক্ত হাবিল মিয়াকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ হাবিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে পথেই রাত ১২টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “অভিযুক্ত হাবিল মিয়া গণপিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, নিহত হাবিলের স্ত্রী আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।