মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নিজ ঘর থেকে জামিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার শিবরায়েরকান্দি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামিলা ওই এলাকার সোনামিয়া মাদবরের মেয়ে এবং পেশায় ভ্যানচালক মুসা মুন্সির স্ত্রী। জানা গেছে, তিন বছর আগে রাজবাড়ির বাসিন্দা মুসা মুন্সির সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় জামিলার। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে শিবচরে বসবাস করছিলেন তিনি। তাদের সংসারে রয়েছে দুই বছর বয়সী একটি পুত্রসন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মুসা ভ্যান নিয়ে কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা জামিলাকে বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে মুসাকে খবর দিলে তিনি এসে স্থানীয়দের সহায়তায় জামিলাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, “ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে, তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।