নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে শামুক ধরতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের বেলাল হোসেনের দুই মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বোন বাড়ির পাশের পুকুরঘাটে মুখ ধুতে যায়। এ সময় তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। শামুক ধরতে গিয়ে বড় বোন অহি পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে ছোট বোন ছহিও পানিতে নেমে পড়ে। মুহূর্তেই দুই বোন ডুবে যায়।
ঘটনাটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও ধরা পড়ে। পরে সকাল ৭টার দিকে তাদের এক চাচা পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি দুই বোনকেই মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রামে দুই শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।