বগুড়ার শাজাহানপুর উপজেলায় নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. জোবায়েরকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার বড় দেশমা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার জোবায়ের বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জোবায়ের তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর আজ ভোররাতে র্যাবের একটি বিশেষ দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। পরবর্তীতে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাত ৮টার দিকে জামহাটা গ্রামের একটি পাকা সড়কে কুন্দদেশমা গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে নূর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে কয়েকজনকে আসামি করা হয়। জোবায়ের ছিলেন ওই মামলার অন্যতম পলাতক আসামি।
পুলিশ ও র্যাবের যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিন পর এজাহারভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হলো।