রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ রেললাইন এলাকায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামের এক সিএনজি গ্যারেজ কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দয়াগঞ্জ রেললাইন সংলগ্ন কলস ওয়ালা বাড়ির নিচে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুর স্ত্রী আয়েশা আক্তার জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বালুরচর গ্রামে। বর্তমানে তারা রাজধানীর মিরহাজিরবাগ মোল্লাপাড়া এলাকায় ভাড়া থাকেন। বাবু স্থানীয় একটি সিএনজি গ্যারেজে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, ভোরে খবর পেয়ে জানতে পারেন স্থানীয় রবিন, শাহীন, মাসুদ, কাদেরসহ ৪-৫ জন ব্যক্তি চাপাতি দিয়ে বাবুকে কুপিয়ে ফেলে রাখে। হামলাকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরে বাবুকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনরা বাবুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও দুই হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।