রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবারের সঙ্গে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজ বাড়িতে থাকতেন। বুধবার রাতে তিনি বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও বন্ধুদের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, প্রাথমিক সুরতহালে নিহতের বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির দ্বিতীয় তলা থেকে নামার সময় সিঁড়িতে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে।
হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি নিহতের পরিবার বা পুলিশ। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।