চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোডাউন গরুর বাজারে প্রকাশ্য দিবালোকে শ্বশুরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মোহাম্মদ হোসেন (৪০) নামে এক জামাতা।
শুক্রবার (৬ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওসমান গণি (৫০) শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তিনটি গরু বিক্রির উদ্দেশ্যে স্থানীয় গরুর হাটে যান। দুটি গরু বিক্রির পর তৃতীয় গরুটি বিক্রির অপেক্ষায় ছিলেন, এমন সময় তার জামাতা মোহাম্মদ হোসেন তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় জনতা মোহাম্মদ হোসেনকে ধরে ফেলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। নিহত ওসমান গণির মেয়ে রিনা আক্তারের (২২) সঙ্গে হোসেনের ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে, যাদের বয়স যথাক্রমে ৬ ও ৩ বছর।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কবির মৃধা জানান, মোহাম্মদ হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।