1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের লামাবাজারে ফ্ল্যাট থেকে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার,আত্মহত্যা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ সেনবাগে স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু মধ্যরাতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত বাদশা শেখ ধরা পড়লো বোনের বাড়িতে শাহপরাণ থানা পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সিলেটে ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, ছেলে পলাতক স্ত্রীর মৃত্যুর পর শ্যালিকাদের নিয়ে নাটকীয় কাণ্ড, টাওয়ারে উঠে বিয়ের দাবি জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন সিলেটে শপিংমলে লুটপাটের পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ঐতিহাসিক সত্যের মুখোমুখি হোক পাকিস্তান: ক্ষমা ছাড়া সম্পর্ক নয়! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের করুণ মৃত্যু

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের জন্য নির্যাতনের পর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মুশফিকুর রহমান সোহাগকে আটক করেছে পুলিশ।নিহতের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মেয়ে হত্যার অভিযোগ দিয়েছেন।

 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী মান্দ্রাইন গ্রামের আউয়াল হোসেনের মেয়ে শারমিন খাতুনের (২০) সাথে একই উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয়।

 

 

বিয়ের সময় নগদ এক লাখ টাকা ও আসবাবপত্রসহ যৌতুক দিলেও সোহাগ এতে সন্তুষ্ট ছিলেন না। বিয়ের ছয় মাসের মাথায় আরও যৌতুকের দাবিতে শারমিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়।

 

 

শারমিন একসময় বাবার বাড়িতে ফিরে গিয়ে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। তখন থেকেই শারমিন তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

 

 

গত প্রায় ছয় মাস আগে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে শারমিনকে তার স্বামীর বাড়িতে নেওয়া হয়। এরপর মামলাটিও প্রত্যাহার করা হয়। এরপরও যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো।

 

শনিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে গজঘণ্টা ইউনিয়নের জয়দেব এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোহাগের বাড়ি থেকে শারমিনের বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শারমিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে দেখেন, পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।
নিহতের পরিবারের দাবি, শারমিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে তাকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অনেক আগে থেকেই যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হতো।

 

শারমিনের বাবা আউয়াল হোসেন বলেন, আমি মেয়ের বিয়ের সময় সাধ্যমতো যৌতুক দিয়েছিলাম। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট ছিল না। আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বিচার চাই।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আল এমরান। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে, তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2024-2025 skymediabd.com