1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু বন্ধুকে ফাঁসিয়ে হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক অপহরণ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদল কর্মী, শেষ হয়ে গেল সৌদি যাওয়ার স্বপ্ন কার্ডিফে দারুস সুন্নাহ মাদ্রাসার প্যারেন্টস মিটিং সফলভাবে অনুষ্ঠিত সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন, অভিযুক্ত আটক আ.লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার ঘটনায় রাজশাহীতে আরও দুই আসামি গ্রেপ্তার তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক নবম শ্রেণির মাদরাসাছাত্রী অপহরণ: মতিউর রহমান মতির ১৪ বছরের কারাদণ্ড আপন ভাই ও বোন হত্যা: রাজশাহীতে তরিকুল ইসলামের মৃত্যুদণ্ড

যুবলীগ নেতাকে আব্দুল কাদের মিলনকে পিটিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুল কাদের মিলন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

 

নিহতের পরিবারের বলছে, রাজনৈতিক রেশ ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

নিহত মিলন একই উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিনমাঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে।

 

নিহতের ছোট ভাই আব্দুর রহিম রাকিব বলেন, গত ৫ আগস্টের পর বাড়ি থেকে চলে যান বড় ভাই মিলন।

 

এরপর তিনি সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করেন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন তিনি দেশে ফেরেন। শুক্রবার রাতে আমার সিএনজিচালিত অটোরিকশায় করে পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় তার অসুস্থ শালাকে দেখতে যান ভাই মিলন। রাত ৯টার দিকে সেখান থেকে ফেরার পথে কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বাজারের চুয়ানির টেক এলাকায় পৌঁছালে দুই-তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আমাদের ফলো করতে থাকে। বিষয়টি আমার ভাই বুঝতে পেরে তিনি তার মামা শ্বশুর যুবদল নেতা মাইন উদ্দিনকে মোবাইলফোনে কল করে বিষয়টি জানান। এর মধ্যে ওই দুর্বৃত্তরা আমাদের অটোরিকশার সামনে এসে গতি রোধ করে থামিয়ে ফেলে।

 

রাকিব আরও বলেন, হামলাকারীরা অটোরিকশা থেকে আমার ভাইকে টেনে-হেঁচড়ে নামিয়ে নিয়ে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহিম এতিমখানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে চার ঘণ্টা ধরে ধাপে ধাপে পিটিয়ে গুরুতর আহত করে। যুবদল নেতা মাইন উদ্দিন আমাদের বাঁচাতে এলে হামলাকারীদের তোপের মুখে পড়ে তিনি চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে আমার ভাই মিলনকে হামলাকারীদের থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, ‘আমার স্বামী মৃত্যুর আগে তার হামলার সঙ্গে জড়িত ২০-২৫ জনের নাম বলে গেছেন। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু আমার এখন কারও নাম ও কোনো কিছুই মনে আসছে না। পরে মনে পড়লে জানাব।

 

অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো লোক জড়িত না। গত ১৫ বছর এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন মিলন। তার হাতে নিষ্পেষিত লোকজনের ক্ষোভের বহিঃপ্রকাশের শিকার হয়েছেন তিনি, এমনটাই মনে হচ্ছে।

 

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান বলেন, জামায়াত-বিএনপির লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নেই। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনবে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মিলনের মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024-2025 skymediabd.com
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট