চট্টগ্রামের মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অহিদুন্নবী (৩৫) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) ভোর ৪টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির হুজুর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মো. অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার মরহুম নুরুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেশীদের বরাতে জানা গেছে, অহিদুন্নবী ভোরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে যান। এ সময় পুকুরে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অহিদুন্নবী একজন শান্ত ও সহযোগিতাপূর্ণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।