লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে আজাদ হোসেন বাবলু ওরফে ‘ফাইটার বাবলু’ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাদক ব্যবসাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
রোববার (১ জুন) রাতের কোনো এক সময় উত্তর জয়পুরের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের পাশের ভুঁইয়া পুকুর পাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
নিহত বাবলু একই ইউনিয়নের ভুঁইয়া বাড়ির মোস্তফা ভুঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, বাবলু সম্প্রতি একটি মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিনে মুক্তি পান। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকারীরা বাবলুর বাম হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়াও তার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।