মাগুরার শত্রুজিৎপুর মধ্যপাড়া গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি বাদশা শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শ্যামপুর গ্রামে তার বোনের বাড়ি থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বাদশা শেখ ওই গ্রামের তালেব শেখের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অভিযুক্ত বাদশা শেখকে গ্রেপ্তারের পর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভুক্তভোগী কিশোরীর বড় বোন জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় কিশোরী ও তার মা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাদশা শেখ ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে তাদের মা চিৎকার করলে বাদশা শেখ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।