সিলেটের বিশ্বনাথে চায়ের দোকানে বসা অবস্থায় প্রাণ হারালেন রবিউল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ী। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের আগে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সমছু মিয়ার চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। এক পর্যায়ে আনহার মিয়া তার ক্রেতাদের কাছে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পাওয়ায় গালাগালি শুরু করেন। এতে রবিউল ইসলাম আপত্তি করলে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে আনহার মিয়া বাড়ি থেকে চাইনিজ কুড়াল নিয়ে এসে রবিউল ইসলামের পিঠের ডান পাশে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এসময় ঘটনাস্থল থেকে আনহার মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
নিহত রবিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।