চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার বালুচরায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ বালুচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরবেলা দ্রুতগতির একটি গাড়ি হাটহাজারী দিকে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় রিয়াদকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “বালুচরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন যুবককে ভোররাতে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।