ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক গার্মেন্টস কর্মী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহে র্যাব-১৪-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান।
গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন—নান্দাইল উপজেলার বাসিন্দা মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)।
র্যাব জানায়, ঘটনার মূল হোতা মামুন মিয়া (২৫) প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ১৮ জুলাই রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ভিকটিমকে ডেকে নেয়। এরপর কৌশলে তাকে উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে যায় মামুন। সেখানে মামুন তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে কুমিল্লা সদর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান জানান, ঘটনার মূল হোতা মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র্যাব কর্মকর্তা মো. নাজমুল হক।