চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকায় এক অজ্ঞাত বৃদ্ধের (বয়স আনুমানিক ৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকাল ১১টার দিকে পুলিশ বক্সের পাশে একটি দোকানের সামনে বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ এলাকায় ঘুরে বেড়াতেন। মানুষের দয়া-দাক্ষিণ্যে চলতেন এবং সাধারণত দোকানের সামনের বারান্দায় ঘুমাতেন। সম্প্রতি টানা বৃষ্টির মধ্যে তাকে আর দেখা যাচ্ছিল না। বুধবার সকালে দোকানের সামনে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পাঁচলাইশ থানার এসআই হিরু বড়ুয়া জানান, “বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, তিনি গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন। তার পরিচয় এখনো শনাক্ত হয়নি। আমরা চেষ্টা করছি তার পরিচয় নিশ্চিত করার।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।