রাজধানীর মিরপুর-১১ নম্বরে চাঞ্চল্যকর একটি জোড়া খুনের ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন নাজমুল হাসান পাপ্পু (৩৫) ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১১ এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের পঞ্চম তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত দোলনের সঙ্গে গাউস মিয়া নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
ঘাতক গাউস মিয়ার বয়স ৩৩ বছর। তিনি মতিউর রহমান মিয়ার ছেলে এবং তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। পুলিশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।