1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর মৃত্যুর পর শ্যালিকাদের নিয়ে নাটকীয় কাণ্ড, টাওয়ারে উঠে বিয়ের দাবি জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন সিলেটে শপিংমলে লুটপাটের পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ঐতিহাসিক সত্যের মুখোমুখি হোক পাকিস্তান: ক্ষমা ছাড়া সম্পর্ক নয়! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের করুণ মৃত্যু তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্ষুদে শিক্ষার্থীর প্রান্তিক পরিবারের নারীদের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড-আর্থিক সহায়তা দেবে বিএনপি – কয়ছর এম আহমেদ জকিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপহরণ করে মানসিক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, জড়িত নারীসহ দুইজন আটক

দরিদ্র রিকশাচালকদের কাছ থেকে সরকারি দলের নেতাদের চাঁদাবাজি

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪

দরিদ্র রিকশাচালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিদিন চাঁদাবাজি করে তাদের সর্বশান্ত করছে। হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান বন্ধ করে দিলেন। হাতে দামি ঘড়ি পরে ৫০ লাখ টাকার সানগ্লাস পরলে গরিব রিকশাওয়ালাদের চোখে পড়বে কীভাবে। উনি কি জানেন, এরা একবেলা খায়; নাকি দুই বেলা? ওবায়দুল কাদের কি জানেন, তারা রিকশা চালিয়ে উপার্জন করা অর্থ দিয়ে সন্তানদের স্কুলে পাঠায়।

ব্যাটারিচালিত রিকশাগুলো আমদানি করছে কারা, কারা রিকশাগুলোকে লাইসেন্স দিচ্ছে— তাদের না ধরে গরিব রিকশাচালকদের ওপর স্ট্রিম রোলার চালানো হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারদের সরকারেই তো রিকশাগুলো আমদানি করছে। আপনাদের ব্যবসায়ীরা আমদানি করছে, অথচ এদের কাছ থেকে নিয়ে যারা চালাচ্ছেন তাদের ওপর আপনারা জুলুম করছেন। এখন সবদোষ এদের হয়ে গেল। আজকে যাদের রিকশা চালাতে দেওয়া হচ্ছে না; এদের কাছ থেকেই প্রশাসনের লোকেরা টাকা নেয়, যুবলীগ-ছাত্রলীগকে চাঁদা দিতে হচ্ছে। তারপরও এদের উপরেই আপনারা স্টিম রোলার চালাচ্ছেন। তাদের ওপরই তরবারি ঘোরাচ্ছেন।
ওবায়দুল কাদের সাহেব আপনি গরিবের আহার কেড়ে নিয়ে, ভাত কেড়ে নিয়ে, রাজত্ব করবেন, স্বর্গ বানিয়ে বসবাস করবেন, সেই স্বর্গ থেকেই আপনাকে বিদায় নিতে হবে। বেশি দিন টিকতে পারবেন না। শেয়ার বাজারেও নতুন করে ধ্বস নেমেছে উল্লেখ করে তিনি বলেন, তরুণ শিক্ষিত যুবকরা, অল্প আয়ের মানুষেরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে; সেই শেয়ার মার্কেটেও আবার নতুন করে পতন হচ্ছে, বিনিয়োগকারীরা মাথাতুলে দাঁড়াতে পারছে না। এতে বেকার হচ্ছে তরুণরা যুবকরা। তারা এখন সর্বশান্ত হয়ে গেছে, ফতুর হয়ে গেছেন।

অবৈধ শেখ হাসিনা সরকার  অনেক কথা বলে, আমি এই করেছি; সেই করেছি; এত উন্নয়ন করেছি এগুলো সবই তার গলাবাজি। তার নেতাদের চাপাবাজি। অথচ দিন দিন কত মানুষকে যে গরিব বানিয়েছেন; গরিব থেকে চরম গরিব বানাচ্ছেন; সেটা একবারও বলেন না। অবশ্য তারা কী করে; বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে; বিদ্যুৎ খাত থেকে সব খাতে। কারণ ভর্তুকি না দিলে বিদ্যুৎ খাতের দেনা পরিশোধ করা যাবে না। আইএমএফ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান তাদের শর্ত দিচ্ছে— তবুও তারা ভর্তুকি বাড়াচ্ছে। এই ভর্তুকি কে দেয়; এটা কি টুঙ্গিপাড়ার টাকা দিয়ে চলে? না এগুলো দেওয়া হয় গরিব শ্রমজীবী মানুষের ঘরের টাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved © 2024-2025 skymediabd.com