বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
জয়নুল আবদিন ফারুক বলেন, “তারেক রহমানের বর্তমান নেতৃত্বই দেশের জন্য প্রয়োজন। তাকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ চক্রান্তকে রুখে দিতে হলে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দরকার।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনা ছিল, সরকার পরিবর্তন হবে শান্তিপূর্ণভাবে। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে বিএনপি কর্মীরা হাত তোলেনি। এটা তার নেতৃত্বেরই প্রতিফলন।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “জনগণ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় আছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত ডিসেম্বরের আগেই একটি রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া।”
ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যখন সবাই তার কাছে যান, তখন তিনি বলেন সাহস পাই আপনাদের পাশে পেলে। আমরা সেই সাহস তাকে দিয়েছি। এখন সময় এসেছে সেই সাহসিকতার পরিচয় দেওয়ার।”
সভায় ডিজিএফআই ও এনএসআইয়ের ভূমিকা নিয়েও সতর্ক করেন তিনি। বলেন, “নতুন দল গঠনের পেছনে যদি গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকে, তবে ১/১১ এর মতো বদনাম বর্তমান সরকারের ওপরও আসবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিসিআরসি সভাপতি আলী আশরাফ আখন্দ।