ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের বলদিয়ারা দেশীয়াপাড়ায় এক মুসলিম তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরুণী মোছাঃ আশা আক্তার (১৭)–এর বাবা আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, স্থানীয় দেশীয়াপাড়া গ্রামের বিটকেলের ছেলে শ্রী অনুপম রায় (১৭) তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ওই তরুণ-তরুণীকে দিনাজপুর জেলার ধুকুরঝাড়ি এলাকা থেকে আটক করা হয়। এরপর প্রথমে বৈরচুনা বাজারে এবং পরে রণশিয়া পাঠানপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসার চেষ্টা হয়।
স্থানীয় সূত্র জানায়, উভয়েই নাবালক এবং ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় সর্বসম্মতিক্রমে অনুপম রায়ের বিরুদ্ধে অপহরণের দায়ে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে তরুণীকে পরিবারের কাছে নিরাপদে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।