রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় মাদকসেবন নিয়ে বিরোধের জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান খান আলভী (২১)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মো. রায়হান (২০), হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১) নামের চারজনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বুধবার (২১ মে) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৫ মে সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় মাদকসেবন ও বসা নিয়ে আলভী ও তার বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে ১৬ মে বিকেলে আলভী ও তার তিন বন্ধু আশরাফুল, জাকারিয়া ও ইসমাঈলকে কৌশলে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্তরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহত আলভীর বাবা মশিউর রহমান খান হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্ব বিরোধ ও শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ জানায়, পলাতক অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।