মাগুরা সদরের মৌলভীবাজার গোরস্তান পাড়ায় মাদকাসক্ত মোফিজুর শেখের ছুরিকাঘাতে তার বাবা সুরমান শেখ নিহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মোফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য বাবাকে বিভিন্ন সময় জমি বিক্রি করতে চাপ দিয়ে আসছিলেন তিনি।
রোববার সকালে বাড়িতে শুধু সুরমান ও তার ছেলে মোফিজুর ছিলেন। সকালে ঘরের বারান্দায় বসেছিলেন সুরমান।
এসময় মাদক কেনার টাকা দিতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যান মোফিজুর। এ অবস্থায় স্থানীয়রা সুরমানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রফিকুল ইসলাম জানান যে তার মৃত্যু হয়েছে।