রাজধানীর ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন দুইজন। আহতদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৩ জুন) ভোর ৫টার দিকে ওয়ারীর টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মুরগি ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৫৫)। তার কাছ থেকে ছিনতাইকারীরা ৭০ হাজার টাকা লুটে নেয়।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডে রিকশাচালক মিঠু (৪২) একইভাবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ২ হাজার টাকা।
আহত সিরাজুল ইসলামের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়। তার বাবা ভোরে কাপ্তান বাজারে মুরগি কিনতে যাচ্ছিলেন। টিকাটুলী রেলগেটের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন।
অন্যদিকে, আহত রিকশাচালক মিঠুকে হাসপাতালে নিয়ে আসেন নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন। তিনি জানান, মিঠু মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় থাকেন। আগে নিরাপত্তাকর্মীর চাকরি করলেও বর্তমানে রিকশা চালান। বৃহস্পতিবার রাতে তাজমহল রোড দিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী তার রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢামেকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুইজনই ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। সিরাজুল ইসলামের আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মিঠুর পেটে গুরুতর জখম থাকায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।