মাদারীপুরের শিবচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) ভোরে দত্তপাড়া ইউনিয়নের এক্সপ্রেসওয়ে-শিবচর আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে ওই যুবক এক্সপ্রেসওয়ে থেকে মোটরসাইকেলযোগে শিবচরের দিকে যাচ্ছিলেন। পথে বাবলাতলা এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে roadside-এর একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে আশপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে এবং তার ছবি সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে স্বজনরা চিনে নিতে পারেন।