চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন— চবি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিফা আবেদীন (২২) ও তার খালাতো বোন হুজাইরা নূর (৮)। আফিফা সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। আর হুজাইরা ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা নূর জাহান বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আফিফা। বিকেলে বাড়ির পেছনে পুকুরঘাটে গেলে হঠাৎ হুজাইরা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আফিফাও পানিতে তলিয়ে যায়। দুজনেরই সাঁতার জানা ছিল না। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পানিতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”