মোজাম্মেল আলী, কার্ডিফ (ইউকে): বৃটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ইসলামের সঠিক আকিদা এবং কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কার্ডিফে “দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল-ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ মাদ্রাসা পরিচালিত হবে।
এই লক্ষ্যে কার্ডিফ লোকাল কমিউনিটির প্যারেন্টস মিটিং ২৭ এপ্রিল রবিবার বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আনজুমানে আল-ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার কারিকুলাম ও পরিচালনাগত বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফ করেন সহকারী শিক্ষক মাওলানা ক্বারী মিনহাজ উদ্দিন।
অনুষ্ঠানে দারুস সুন্নাহ মাদ্রাসার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান,
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হান্নান ও সেক্রেটারি আসকর আলী, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আনোয়ার, কিবরিয়া শাহ, শেখ আতিকুজ্জামান, নওশাদ চৌধুরী এবং কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ তাহের, বিলাল খান, সিলেট ভিউ সম্পাদক মাহবুবুর রহমান, ক্বারী আব্দুল হালিম, সৈয়দ কুতুব আলী, নাঈম উদ্দিন, মাহমুদ আলী সহ আরো অনেকে।
মাদ্রাসায় ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী ক্লাস আগামী ৬ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
মাদ্রাসা কর্তৃপক্ষ কমিউনিটির সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মাদ্রাসার ঠিকানা: 32 Splott Road, Cardiff, CF24 2DA, UK
ইমেইল: DarusSunnahCardiff@gmail.com