ঢাকা, ২১ জুলাই — রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার ফলে অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকাজ এখনও চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা লিমা খানম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, লোকজন দৌড়াদৌড়ি করছে এবং ভবনের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়ছে।
ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল উদ্ধার কাজে যোগ দিয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং দলের স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তায় কাজ করার নির্দেশ দিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ নির্দেশনার কথা জানানো হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।