যশোরের বাঘারপাড়া উপজেলায় স্টিলের একটি কাপড় রাখার বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী তপন দেবনাথকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষালনগর গ্রামের নিজ বাসা থেকে সুচিত্রার মরদেহ উদ্ধার করে বাঘারপাড়া থানা পুলিশ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর মরদেহ নিজ ঘরের স্টিলের বাক্সে লুকিয়ে রাখেন তপন দেবনাথ। মরদেহটি কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।
তিনি আরও জানান, নিহতের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে সুচিত্রা দেবনাথকে সর্বশেষ জীবিত দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে নিজ ঘরের একটি স্টিলের বাক্স খুলে স্ত্রীর নিথর দেহ দেখতে পান।
স্থানীয়দের অনেকেই জানান, দাম্পত্য জীবনে তপন ও সুচিত্রার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
পুলিশ বলছে, তপন দেবনাথ নিজেই স্ত্রীকে হত্যার পর নাটক সাজিয়ে নিখোঁজ হওয়ার গল্প তৈরি করেন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।