চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলিম উদ্দিন পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগারহাট বাজারে ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কলিম উদ্দিন ও সাদ্দাম নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আবারও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। পরে কর্তব্যরত চিকিৎসকরা কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।