সিলেটের কোম্পানীগঞ্জে র্যাবের অভিযানে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ আবু মিয়া (৪৭) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৯ এর একটি দল।
র্যাব জানায়, অভিযানের সময় আবু মিয়ার সহযোগী আরও দুইজন কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতার আবু মিয়া সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছিলেন। র্যাব সদস্যরা তার বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তায় ফেনসিডিলগুলো উদ্ধার করে।
আবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৯ আরও জানায়, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।