সিলেটে পৃথক দুটি অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাত থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় সোমবার রাত ১১টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার তালহা গেস্ট হাউজ আবাসিক হোটেলে। সেখানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারীকে আটক করা হয়। তারা হলেন—
১. আলাউদ্দিন (৫০)
২. রেজাউল করিম নোমান (২০)
৩. ইয়াসমিন বেগম (২৫)
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় একটি নন-এফআইআর (নং-৩৫৬, তারিখ: ০৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে।
পরে একই রাত ১২টা ২৯ মিনিটে দক্ষিণ সুরমা থানার সিলেট রেস্ট হাউজ আবাসিক হোটেলে আরও একটি অভিযান চালানো হয়। সেখানে আরও ৩ জনকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তারা হলেন—
১. ইভা রহমান নুপুর (২২)
২. জোবাইদা ইসলাম জুই (২৪)
৩. হৃদয় আহমেদ (২৫)
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একই আইনের আওতায় আরেকটি নন-এফআইআর (নং-১৭৩, তারিখ: ০৯/০৯/২০২৫) রুজু করা হয়েছে।
ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।